The Daily Adin Logo
সারাদেশ
বগুড়া প্রতিনিধি

বুধবার, ১৩ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ১৩ আগস্ট ২০২৫

যুবকের পেটে ৪০০ ইয়াবা, বের করা হলো ১৫০ পিস

যুবকের পেটে ৪০০ ইয়াবা, বের করা হলো ১৫০ পিস

অভিনব কৌশলে করতেন মাদক কারবার। ওই পন্থা অনুসরণ করেই ৪০০ পিস ইয়াবা গিলেছিলেন সোহান নাসের (২৮) নামের এক যুবক। এর মধ্যে পেট থেকে ১৫০টি বের করা হয়েছে।

তার পেটে আরও ২৫০ পিস ইয়াবা আছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। এ ঘটনায় ওই যুবককে আটক করা হয়েছে। তিনি বগুড়ার মাদক কারবারি।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে শাজাহানপুরের বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহানকে আটক করে ডিবি পুলিশ।

রাতেই জেলা গোয়েন্দা ডিবি ওসি ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন।

নাসের ও তার পেট থেকে বের করা ইয়াবা। ছবি- রূপালী বাংলাদেশ

পুলিশ জানায়, সোহান গাবতলীর বাইগুনি গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা গিলে এনে বগুড়াসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে বনানী বাসস্ট্যান্ড এলাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহান স্বীকার করেন, তিনি আটটি পুটলিতে ৫০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা গিলে এনেছেন।

পরে মোহাম্মদ আলী হাসপাতালে এক্সরে করে তার পেটে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত করা হয়। চিকিৎসকের সহায়তায় তিনটি পুটলি বের করে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি ইকবাল বাহার জানান, বাকি ইয়াবা উদ্ধারের চেষ্টা চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.