The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে ঝাঁপ দিলেন লামিয়া

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে ঝাঁপ দিলেন লামিয়া

গাজীপুরের শ্রীপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক কলেজছাত্রী ত্রিমোহনী সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ত্রিমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রয়াত কলেজছাত্রীর নাম লামিয়া আক্তার (১৮)। তিনি উপজেলার নান্দিয়াসাঙ্গুন গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। 

লামিয়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী এলাকার ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

স্থানীয়রা জানান, ঝাঁপ দেওয়ার পর তাকে সামান্য দূরে ভেসে উঠতে দেখা যায়। উদ্ধার চেষ্টা করলেও স্থানীয়রা ব্যর্থ হন। পরে টঙ্গী থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চার সদস্যের ডুবুরি দল দুপুর ২টা থেকে মরদেহ উদ্ধারের চেষ্টা চালান। বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহ খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় রুহুল আমিন বলেন, ‘সকাল পৌনে ১০টার দিকে লামিয়া নদীতে ঝাঁপ দেন।’ 

দেলোয়ার হোসেন জানান, সকালে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সেতুতে পড়ে থাকা জুতা দেখে তিনি নিশ্চিত হন, এটি তার মেয়ে। তিনি বলেন, ‘কেন সে নদীতে ঝাঁপ দিয়েছে আমরা এখনো জানি না।’

লামিয়ার কয়েকজন সহপাঠী জানান, নদীতে ঝাঁপ দেওয়ার আগে লামিয়া তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘এই পৃথিবী আমাকে ভালো থাকতে দেয়নি। আমার প্রতি মানুষের আচরণ আমাকে বাঁচার শক্তি দেয়নি…’

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ডুবুরি দল বুধবার দুপুর ২টা থেকে চেষ্টা চালাচ্ছে, তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.