The Daily Adin Logo
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

তিন বছর আগে মারা যাওয়া সাহিদ পেল বিএনপিতে সহসভাপতির পদ

তিন বছর আগে মারা যাওয়া সাহিদ পেল বিএনপিতে সহসভাপতির পদ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি কমিটিতে প্রায় তিন বছর আগে স্ট্রোক করে মারা যাওয়া সাহিদকে সহসভাপতির পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

মৃত সাহিদ ছিলেন সাওতা গ্রামের বাহাদুরের ছেলে এবং কৃষিকাজ করতেন। গত ২৪ জুলাই ওই ওয়ার্ডের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। তার ভাই মো. ফজলু, কমিটির সাংগঠনিক সম্পাদক, জানিয়েছেন, আমার ভাই তিন বছর আগে মারা গেছেন। ওনার নাম সহসভাপতির পদে থাকা ভুলবশত হয়েছে।

এ বিষয়ে চাপড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল হক ও সভাপতি শহিদ মিয়া উভয়েই জানেন না, মৃত ব্যক্তি কমিটিতে রয়েছেন কি-না। একই সঙ্গে পদবঞ্চিত নেতা আব্দুর রাজ্জাক রাজা অভিযোগ করেছেন, আত্মীয়স্বজন এবং নিকটজনদের পদ দেওয়া হয়েছে, অথচ ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, ওয়ার্ড কমিটি গঠনের সময় সার্চ কমিটি, জেলা ও থানা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। যদি কেউ মৃত হয়ে থাকে তা জানা থাকত, কমিটিতে অন্তর্ভুক্ত হতো না।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.