The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে যমুনা সেতু অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে যমুনা সেতু অবরোধ করেন তারা।

যমুনা সেতু পশ্চিম পাড় এলাকায় মহাসড়ক অবরোধের কারণে সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সড়কপথের যোগাযোগ ব্যাহত হয়েছে। 

জানা গেছে, যমুনা সেতুর মাধ্যমে প্রতিদিন উত্তরবঙ্গের ২২টি জেলার প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। অবরোধের কারণে সড়কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

এর আগে বুধবার (১৩ আগস্ট) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা ওই কর্মসূচির কারণে ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, গত ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আন্দোলন শুরু করেন। 

চলমান কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিন ধরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান এবং প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

এরপরও সাড়া না পেয়ে শিক্ষার্থীরা হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধের কর্মসূচি পালন করেন। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়। পাশাপাশি শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণ ও সেমিনারও আয়োজন করেছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.