The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে ২০ জেলা!

৭২ ঘণ্টার মধ্যে ডুবে যেতে পারে ২০ জেলা!

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে।

আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আশঙ্কা প্রকাশ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেছেন, পদ্মা নদী ও এর শাখা ও উপনদীগুলোর তীরবর্তী জেলাগুলোতে বন্যার প্রবল আশঙ্কা রয়েছে। 

২০২৫ সালের বর্ষা মৌসুমে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, যা পরিস্থিতি আরও গুরুতর করছে।

তিনি বলেন, ইতোমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদীর পানি বন্যা বিপৎসীমার কাছাকাছি উচ্চতায় পৌঁছেছে। ফলে বুধবার পদ্মা নদীর শাখা নদীগুলোতে পানি প্রবেশ করা শুরু করার কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যার কবলে পড়ার শঙ্কা রয়েছে।

মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ৫ থেকে ১০টি জেলা এবং ৩ দিনের মধ্যে ১০ থেকে ১৫টি জেলা বন্যায় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে; বিশেষ করে রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের পদ্মা নদীর তীরবর্তী এলাকা।

তিনি উল্লেখ করেছেন, রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যার কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

আগামী রোববার থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ১৫ থেকে ২০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.