The Daily Adin Logo
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন তাসলিমা

একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন তাসলিমা

নোয়াখালীর চাটখিলে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা আক্তার (২৮) নামে এক গৃহবধূ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে নবজাতকদের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ আছেন।

তাসলিমা আক্তার উপজেলার খিলপাড়া ইউনিয়নের দক্ষিণ দেলিয়াই গ্রামের মনকাজী বাড়ির কবির হোসেনের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার প্রসব বেদনা শুরু হলে তাসলিমা আক্তার চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জানতেন না যে, তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। পরে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. নিলিমা আক্তার বর্ণা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার রাত ৯টার দিকে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের দীর্ঘ প্রচেষ্টায় তিনি তিন সন্তানের জন্ম দেন। এর মধ্যে দুটি কন্যাশিশু ও একটি পুত্রশিশু রয়েছে। সুস্থ সন্তান পেয়ে খুশি পরিবারের সদস্যরা।

চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, ‘ভর্তির একদিন পর নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু সবাই সুস্থ আছেন।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.