The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় হওয়ার চেষ্টা

১৫ আগস্ট উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় হওয়ার চেষ্টা

ঝালকাঠির নলছিটিতে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগ সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। 

গত ১৪ আগস্ট রাত নলছিটি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়।

পোস্টারগুলো বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের বিসিক, প্রতাপ, বরইতলা, ভৈরবপাশা, ষাটপাকিয়া, শ্রীরামপুর, আমিরাবাদসহ সড়কের বিভিন্ন মাইলফলকে বসানো হয়েছিল।

জেলা পুলিশ রাতেই চেকপোস্ট ও টহল বসিয়ে নজরদারি শুরু করে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।

জেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান মুবিন বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগ রাতের আঁধারে পোস্টার লাগিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। গণঅভ্যুত্থানের পর প্রকাশ্যে তাদের সাহস নেই, তাই তারা চোরের মতো কাজ করছে।’

অন্যদিকে, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্টারের ছবি শেয়ার করে লিখেছেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি-নলছিটিসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে। যারা এটি করেছেন, তাদের ধন্যবাদ।’

নলছিটি থানার ওসি মো. আবদুস ছালাম বলেন, ‘মহাসড়কে টহল পুলিশের নজরদারি চলছে। রাতের আঁধারে কেউ পোস্টার লাগিয়ে থাকলেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং যারা করেছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.