The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ১৬ আগস্ট ২০২৫

সিরাজগঞ্জে যমুনার পানি দ্রুত বাড়লেও বন্যার আশঙ্কা নেই

সিরাজগঞ্জে যমুনার পানি দ্রুত বাড়লেও বন্যার আশঙ্কা নেই

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিনদিন ধরে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে চরাঞ্চলের ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া ফুলজোড়, করতোয়া এবং জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এবার জেলায় বন্যার কোনো আশঙ্কা নেই।

শনিবার (১৬ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল ১২ দশমিক ৪৭ মিটার রেকর্ড করা হয়েছে। এটি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার। গত ২৪ ঘণ্টায় এখানে পানির উচ্চতা ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এর আগে শুক্রবার ও বৃহস্পতিবার যথাক্রমে ২২ ও ২৩ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছিল।

অন্যদিকে, জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল ১৪ দশমিক ৪ মিটার রেকর্ড করা হয়েছে। এটি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আগের দুইদিনে যথাক্রমে ২৪ ও ২২ সেন্টিমিটার বৃদ্ধি হয়েছিল।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। ফলে চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে গেছে। তিনি আরও জানান, আগামী দুই-তিন দিন পানি বাড়তে পারে, তবে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.