The Daily Adin Logo
সারাদেশ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

শনিবার, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ১৬ আগস্ট ২০২৫

বিএনপি তো সেই দল যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই: ডা. জাহিদ

বিএনপি তো সেই দল যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যায় নাই: ডা. জাহিদ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক  ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি তো সেই দল যারা স্বাধীনতার ঘোষনা দিয়ে পালিয়ে যায় নাই। বিএনপি জনগনকে ভয় পায় না কারন জনগণকে নিয়ে চলার দল বিএনপি।

তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন বিএনপি এত খারাপ, অথচ তারা নিজেদেরকে আয়নায় দেখে না। যারা ধর্মের কথা বলেন, তাদের কথা বলার সময় ধর্ম ও কথার মধ্যে অমিল থাকে।

তিনি শনিবার (১৬ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী বড়লেখায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় আব্দুর রহমান কনভেনশন হলে বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। ছবি- রূপালী বাংলাদেশ

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন ও মৌলভীবাজার জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.