The Daily Adin Logo
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি

শনিবার, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ১৬ আগস্ট ২০২৫

মুজিববাদের জন্য যারা কান্না করে তারা ফ্যাসিবাদের দালাল: রেজাউল করিম

মুজিববাদের জন্য যারা কান্না করে তারা ফ্যাসিবাদের দালাল: রেজাউল করিম

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শহীদ মুগ্ধ, শহীদ আবু সাঈদের মায়েদের সামনে যারা মুজিববাদের জন্য নতুন করে কান্না করেন, তারা ফ্যাসিবাদের দালাল, তাদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, যেনতেন পদ্ধতির নির্বাচন ভুলে যান। কে কাকে দিয়ে ক্ষমতায় আসবেন সেই প্রতিযোগীতা ভুলে যান। প্রতিদিন জনপ্রিয়তা নামতেছে এজন্য কেউ কেউ ভাবছেন দ্রুত নির্বাচন হলে ভালো। জনপ্রিয়তা নামতে নামতে যদি দেরি হয় মাটির তলানিতে চলে যাবে। এজন্য দ্রুত নির্বাচন চায়। আমরা বলি দ্রুত নয়, ফেব্রুয়ারিতেই হোক, কিন্তু সংস্কার হতে হবে, ফ্যাসিবাদের বিচার হতে হবে। নতুন করে যারা মুজিববন্দনা শুরু করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জামায়াতের যুব বিভাগ লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত যুব দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

রেজাউল করিম বলেন, ড. ইউনূস সাহেব আপনি ভুলে গেছেন, আপনি শহীদদের রক্তের পতাকার ওপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন। একটি দলের এজেন্ডা বাস্তবায়নে জুলাই ঘোষণাপত্র পড়ে গোটা জাতিকে আপনি হতাশ করেছেন। জুলাই সনদ তার আইনের ভিত্তির মাধ্যমে যদি ড. ইউনূস সাহেব দিতে ব্যর্থ হন, সেদিন থেকেই দ্বিতীয় বিপ্লবের সূচনা হবে।

লক্ষ্মীপুরে কিন্তু একদিন আগে বিপ্লব হয়েছিল। সুতরাং জুলাই বিপ্লব, জুলাই সনদের ঘোষণা, প্রতিকার, স্পিরিট যদি ইউনূস সাহেব ধারণ করতে ব্যর্থ হন, কারো রক্ত চক্ষুকে আপনি যদি ভয় পান, তাহলে মনে রাখবেন এই লক্ষ্মীপুরের মাটি থেকেই একদিন আগে আন্দোলন শুরু হবে।

লক্ষ্মীপুর যুব বিভাগের সভাপতি মো. নাছির উদ্দিনের ব্যবস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও সেক্রেটারী হারুনুর রশিদ প্রমুখ। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.