The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১৮ আগস্ট ২০২৫

নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান

নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশ্বখ্যাত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টা থেকে দিনব্যাপী কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে নাজিরপুর এপির দীর্ঘ ২০ বছরের উন্নয়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

এ সময় বক্তব্য রাখেন- দোলন যোসেফ, ডিরেক্টর এইচইএ ও সিসিএ,  কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম,খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, নিশিকান্ত জাম্বিল, রতন আকঞ্জি প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, সিবিও, গ্রাম উন্নয়ন কমিটি, চাইল্ড ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতারা, ইউপিজি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিশু সুরক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজ এলাকায় টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।

ওয়ার্ল্ড ভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বক্তারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.