The Daily Adin Logo
সারাদেশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সোমবার, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: সোমবার, ১৮ আগস্ট ২০২৫

জেলা বিএনপির সম্মেলন ঘিরে সরিষাবাড়ীতে স্বাগত মিছিল

জেলা বিএনপির সম্মেলন ঘিরে সরিষাবাড়ীতে স্বাগত মিছিল

জামালপুর জেলা বিএনপির আগামী ২৩ আগস্ট দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সরিষাবাড়ীতে যুবদলের উদ্যোগে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে পোগলদিঘা ইউনিয়ন যুবদলের আয়োজনে বয়ড়া ইসরাইল আহমেদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। 

মিছিলটি বয়ড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রীজপাড় এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে বিদ্যালয় মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন— পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলন সফল করতে যুবদলের সকল নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.