The Daily Adin Logo
সারাদেশ
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

আপডেট: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

নাটোরে রেললাইনে ফাটল, পাটের বস্তা দিয়ে পারাপারের ব্যবস্থা

নাটোরে রেললাইনে ফাটল, পাটের বস্তা দিয়ে পারাপারের ব্যবস্থা

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনের একটি অংশ ভেঙে পড়েছে। দুর্ঘটনা এড়াতে আপাতত পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচলের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুলপুর স্টেশন সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা রেললাইনে ভাঙা অংশ দেখতে পান। তাৎক্ষণিকভাবে ভাঙা স্থানে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচলের অস্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তীতে সব ট্রেনকে ওই স্থান ঘণ্টায় সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে অতিক্রমের নির্দেশ দেওয়া হয়।

ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন সতর্কতার সঙ্গে ভাঙা অংশ অতিক্রম করেছে।

রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, ‘সকালেই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আপাতত পাটের বস্তা গুঁজে ট্রেন পার করা হচ্ছে। রাজশাহী থেকে রেল মেরামতের দল এসে কাজ শুরু করেছে।’

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে আমাদের কর্মীরা লাইনে ফাটল দেখতে পান। এখন ট্রেনগুলো সর্বোচ্চ ১০ কিমি গতিতে চলাচল করছে। দ্রুত মেরামত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক গতি ফিরে পাবে।’

স্থানীয়রা বলছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা ঘটছে। দ্রুত স্থায়ীভাবে লাইনের মেরামত না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.