The Daily Adin Logo
সারাদেশ
টাঙ্গাইল প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের ভিন্নধর্মী উদ্যোগ

মাদকমুক্ত সমাজ বিনির্মাণে টাঙ্গাইল জেলা প্রশাসনের পক্ষ থেকে ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে বুধবার (২০ আগস্ট) সকালে টাঙ্গাইল জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দিদের নিয়ে একটি মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হয়। সভায় মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে কারাবন্দিদের সচেতন করা হয় এবং মাদকের কুফল সংক্রান্ত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী, জেলা সুপার মো. শহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

সভা শেষে মাদক মামলায় আটক কারাবন্দীরা মাদক গ্রহণ না করার প্রত্যয়ে মাদকবিরোধী শপথ পাঠ করেন।
 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.