The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

ফাঁকা মেসে ছাত্রীর ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও’

ফাঁকা মেসে ছাত্রীর ঝুলন্ত দেহ, চিরকুটে লেখা ‘বাবা-মা আমাকে ক্ষমা করে দিও’

খুলনার বয়রায় একটি মেস থেকে তিসা (১৯) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বয়রা কলেজের বিপরীতে একটি পাঁচতলা ভবনের ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিসা সরকারি বয়রা মহিলা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি যশোরের অভয়নগর উপজেলার আ. রউফ মোল্লার মেয়ে। তার ঘর থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, তিসা ওই ফ্ল্যাটে আরও দুই ছাত্রীসহ ভাড়া থাকতেন। তবে ঘটনার সময় অন্য দুই ছাত্রী বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। একা থাকার সুযোগে তিসা রাতে ফ্যানের হুকে ওড়না প্যাঁচিয়ে ‘আত্মহত্যা’ করেন।

 

তিনি আরও জানান, বিষয়টি প্রথমে বাড়ির নিরাপত্তা প্রহরীর নজরে আসে। পরে বাড়ির মালিক তিসার বাবাকে খবর দেন। অভয়নগর থেকে খুলনায় এসে তারা পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। ঘর থেকে পাওয়া চিরকুটে লেখা ছিল—‘আম্মু আব্বু, আমাকে মাফ করে দিও’।

পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.