The Daily Adin Logo
সারাদেশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

রিকশা হারানোর দায়ে চালককে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

রিকশা হারানোর দায়ে চালককে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জে রিকশা হারানোর দায়ে এক চালককে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে মিজমিজি মালেক মেম্বার পুল এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিকশাচালকের নাম আজিজুল ইসলাম সাগর (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমরাইল এলাকা থেকে সাগরের চালানো রিকশাটি চুরি হয়ে গেলে বিষয়টি তিনি মালিক সাইদুল ইসলামকে জানান। ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষুব্ধ মালিক সাগরকে শিকল দিয়ে বেঁধে রাখেন এবং তার পরিবারকে টাকা দিয়ে মুক্তি দিতে বলেন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে সাংবাদিকদের উপস্থিতিতে মালিক ভুল স্বীকার করে সাগরকে মুক্তি দেন।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই আতাউর রহমান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে আমাদের আগমনের আগে মালিক শিকল খুলে দিয়েছেন। পরে সাগরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.