The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট ২০২৫

আপডেট: বুধবার, ২০ আগস্ট ২০২৫

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে মশাল মিছিল

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাবের প্রতিবাদে মশাল মিছিল

বাগেরহাটের চারটি সংসদীয় আসনকে তিনটি আসনে রূপান্তরিত করার প্রস্তাবের প্রতিবাদে সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।

বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় কচুয়ার বাধাল বাজারে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারের প্রস্তাবিত আসন সংকোচনের সিদ্ধান্তকে জনগণের ভোটাধিকার হরণের অপচেষ্টা বলে আখ্যায়িত করেন বক্তারা। তারা বলেন, বাগেরহাট জেলার রাজনৈতিক, সামাজিক ও ভৌগোলিক বাস্তবতা উপেক্ষা করে এই প্রস্তাব করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী।

এ সময় বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি খান মনিরুল ইসলাম, কচুয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খান শহীদুজ্জামান মিল্টন, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্লা আনোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, বাগেরহাটবাসী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হতে চায় না। চারটি আসন সংকুচিত করে তিনটি আসনে নামিয়ে আনা হলে জেলার মানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব হ্রাস পাবে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা ঘোষণা দেন, এই প্রস্তাব বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

মশাল মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের সাধারণ মানুষ। তারা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আসন পুনর্বহালের দাবি জানান।

বক্তারা দ্রুত এ প্রস্তাব প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান এবং বাগেরহাটের চারটি আসন আগের মতো বহাল রাখার জোর দাবি তোলেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.