The Daily Adin Logo
সারাদেশ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

বগুড়ার শেরপুরে ভাঙনের হুমকিতে আঞ্চলিক সড়ক

বগুড়ার শেরপুরে ভাঙনের হুমকিতে আঞ্চলিক সড়ক

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের পূর্ব ও মধ্য অঞ্চলের কয়েকটি গ্রামের মানুষের ছাতিয়ানী-শেরপুর একমাত্র যোগাযোগ সড়কটি ভাঙনের হুমকিতে পড়েছে। সড়কের দু’পাশে পুকুর থাকায় টানা বৃষ্টিতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে সড়কের দুই প্রান্তে মাটি ধসে পড়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত সংস্কার না হলে সড়কটি ভেঙে পড়বে এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে বেশ কয়েকটি গ্রাম। ফলে উপজেলা সদরে যেতে ৩ কিলোমিটারের পথ ১১ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হবে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়বেন গ্রামবাসী।

স্থানীয় বাসিন্দা চান মিয়া বলেন, ‘এই রাস্তাটাই আমাদের একমাত্র ভরসা। বাজারে যাওয়া, স্কুলে বাচ্চাদের আনা-নেওয়া—সবকিছুর জন্যই এই সড়ক ব্যবহার করি। কয়েকদিনের বৃষ্টিতে পাড়ের মাটি ধসে পড়ছে। রাস্তায় ফাটলও দেখা দিয়েছে। যদি ভেঙে যায়, তাহলে আমাদের গ্রাম ঢাকা ও বগুড়া হয়ে যেতে হবে প্রায় ১১ কিলোমিটার ঘুরে।’

খানপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, ‘আমি সড়কটি দেখেছি, খুব খারাপ অবস্থায় আছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি ওপরমহলকে জানানো হবে এবং দ্রুত স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হবে।’

খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার উদ্দিন জানান, ‘বিষয়টি আমি উপজেলা প্রশাসন ও এলজিইডি অফিসকে লিখিতভাবে জানিয়েছি। জরুরি বরাদ্দ পেলেই দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। আপাতত স্থানীয়ভাবে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে বড় ধরনের দুর্ঘটনা না ঘটে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.