পার্বত্য খাগড়াছড়ির রামগড়ে নিজবাড়ি থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) রাতে পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। বৃহস্পতিবার দুপুরে রামগড় থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহতরা হলেন মীর হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৯৫) ও তার মেয়ে প্রবাসী মো. মোস্তফার স্ত্রী রাহেনা আক্তার (৪৫)।
প্রতিবেশী মো. জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়।
নিহতের বড় মেয়ে সালেহা বেগম বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক নারী প্রতিবেশী ঘরের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করেন। সেখানে মা-মেয়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ঘটনার সময় বাড়িতে শুধু মা ও মেয়ে ছিলেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে বলেও জানান ওসি মঈন উদ্দিন।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







