The Daily Adin Logo
সারাদেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে হাত বাঁধা উলঙ্গ অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. নাহিদ খান অভি (৩৪)। তিনি জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের দেওথান গ্রামের মো. আ. হক খানের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের স্টেশন রোডের হোটেল গোল্ডেন পার্কের ৩০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গামছা দিয়ে দুই হাত বাঁধা ছিল মরদেহটির।

হোটেল কর্তৃপক্ষ জানায়, নাহিদ গত ১৯ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে ওই কক্ষে উঠেন। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষ বন্ধ থাকায় এবং ভেতর থেকে কোনো সাড়া না মেলায় পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ উদ্ধার করে। হোটেলের রেজিস্ট্রেশন খাতার ঠিকানা অনুযায়ী স্বজনদের খবর দেওয়া হলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.