The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

মেঘনার ভাঙন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা

মেঘনার ভাঙন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা

বর্ষায় পানি বৃদ্ধি ও নদীতে তীব্র ঢেউয়ের কারণে চাঁদপুর সদরের মেঘনা উপকূলীয় এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের আনন্দবাজার জেলে পল্লীসহ আশপাশের কয়েকটি এলাকার ফসলি জমি, বসতভিটা ও স্থাপনাগুলো নদী ভাঙনের সরাসরি ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন সরেজমিনে ভাঙনকবলিত এলাকাগুলো পরিদর্শন করেন। তিনি জেলে পল্লীসহ নদীপাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

ভাঙনের ভয়াবহতা ও ক্ষতির বর্ণনায় উদ্বিগ্ন এলাকাবাসীরা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

স্থানীয় আইনজীবী জসীম মেহেদী বলেন, ‘বর্ষা এলেই নদীপাড়ের মানুষদের রাতে ঘুম হয় না। বহু পরিবার এরই মধ্যে বসতভিটা হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। স্থায়ী সমাধান ছাড়া নদীভাঙন ঠেকানো সম্ভব নয়। আমরা চাই দ্রুত একটি টেকসই বাঁধ নির্মাণ হোক।’

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘ভাঙন প্রতিরোধে অস্থায়ী নয়, টেকসই ও স্থায়ী সমাধানের জন্য কার্যকর প্রকল্প গ্রহণ করা হবে। সরকার সাধারণ মানুষের জানমাল রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে।’

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.