The Daily Adin Logo
সারাদেশ
ঠাকুরগাঁও প্রতিনিধি

শনিবার, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ২৩ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে গিয়ে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ে ওষুধ কিনতে গিয়ে এক নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত প্রধান আসামি হামিদুর রহমান (৫২) ও সহযোগী ইসরাত জাহান নাসরিনকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরেক আসামি জাহেরুল ইসলাম (৪৮) এখনো পলাতক।

শুক্রবার (২২ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এক দিন পর আজ শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ওসি সাইফুল সরকার।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের উত্তর ক্ষেনপাড়া এলাকার মৃত জামাল উদ্দীনের ছেলে হামিদুর রহমান (৫২), বালিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকার নাসির উদ্দীনের মেয়ে ইসরাত জাহান নাসরিন (২৩)।

এ ঘটনায় অভিযুক্ত বড়গাঁও ইউনিয়নের ক্ষেনপাড়া এলাকার রজব উদ্দীনের ছেলে জাহেরুল ইসলাম (৪৮) পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকালে ভুক্তভোগী নারী ওষুধ কিনতে ভূল্লী বাজারে যান। সেখানে তার সঙ্গে দেখা হয় প্রতিবেশী মুরগি ব্যবসায়ী হামিদুর রহমান ও জাহেরুল ইসলামের। বিভিন্ন কৌশলে তারা নারীটিকে অটোরিকশায় করে প্রথমে খোশবাজার, পরে জ্বীনের মসজিদ এলাকায় নিয়ে যায়।

এরপর তাকে ভূল্লী কলেজপাড়া এলাকার ইসরাত জাহান নাসরিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে প্রথমে একজন, পরে আরেকজন তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর হাতে মাত্র ৭০০ টাকা এবং সহযোগী নাসরিনকে ১০০ টাকা দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। ভুক্তভোগী ওই নারী সদর উপজেলার বড়গাঁ ইউনিয়নের খেনপাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার বিষয়ে জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ দায়ের করে।

ভূল্লী থানার ওসি সাইফুল সরকার জানান, ‘ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুরিশ গতকাল শুক্রবার রাত ৯টার দিকে অভিযান শুরু করে, অভিযানের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে শনিবার সকালে কোর্টে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আসামিকে গ্রেপ্তারের অভিযান চলমান।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.