The Daily Adin Logo
সারাদেশ
গাইবান্ধা প্রতিনিধি

শনিবার, ২৩ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ২৩ আগস্ট ২০২৫

মাওলানা ভাসানী সেতুর তার চুরি: মামলা দায়ের

মাওলানা ভাসানী সেতুর তার চুরি: মামলা দায়ের

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে মাওলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধনের আগের দিন সেতুর বিদ্যুৎ সংযোগের প্রায় ৩ শত মিটার তার চুরি হয়ে গেছে। ফলে উদ্বোধনের দিন থেকেই সেতুটি অন্ধকারে ঢাকা থাকে। বিষয়টি সেতু কর্তৃপক্ষ গোপন রাখলেও খবর ফাঁস হয়। তবে তা থানা পুলিশের কাছে অবহিত করা হয়নি।

এই ঘটনার কারণে ৩ আগস্ট শুক্রবার রাতে সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

২০ আগস্ট গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে মওলানা ভাসানী তিস্তা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় সেতু কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিতে গেলে তারা দেখেন সংযোগ তার চুরি হয়ে গেছে। বাধ্য হয়ে প্রাথমিকভাবে জেনারেটর ব্যবহার করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

তবে সন্ধ্যায় লাখো দর্শনার্থী নারী-পুরুষ তিস্তা সেতু দেখতে আসলেও সেতুটি অন্ধকারে থাকায় তারা নিরাপত্তাহীনতার অনুভূতি পেয়েছেন। সেতুর শোভা বর্ধনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাতি না জ্বলায় গোটা সেতু এলাকা অন্ধকারে ঢেকে যায়। এতে দর্শনার্থীরা হঠাৎ করে যানজট ও অন্ধকারে হেনস্তার শিকার হন। একই সময়ে একটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত হন।

এলাকাবাসী জানান, তিস্তা সেতুর সুরক্ষা ও নিরাপত্তা থাকা সত্ত্বেও তিন দিন ধরে চুরির ঘটনা কারো নজরে আসে না। তারা আশঙ্কা করছেন এলজিইডি কর্তৃপক্ষ এই ঘটনা থানা পুলিশের কাছে না জানিয়ে গোপন রেখেছে। অন্যদিকে সুন্দরগঞ্জ থানার পুলিশ মানুষের মুখে শুনে সেতু এলাকায় অবস্থান নিয়ে নিজের উদ্যোগে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছে।

সিকিউরিটি ইনচার্জ নুর আলম বলেন, তার চুরি হয়েছে, তবে আমরা ঠিক জানি না কোথায়। তবে বাতি না জ্বলায় আমরা বুঝতে পারি যে কোথাও সমস্যা হয়েছে। বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ চলছে। কয়েক দিনের মধ্যে সেতুর সংযোগ ঠিক হয়ে যাবে।

এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী উজ্জল চক্রবর্তী বলেন, সেতুর উপর ও আশেপাশের শোভা বর্ধনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক সংযোগের তার চুরি হওয়ায় আমরা চিন্তায় আছি। উদ্বোধনের পর সন্ধ্যা থেকে সেতু ও তার আশেপাশের কোনো লাইট জ্বলে না ওঠায় গোটা এলাকা অন্ধকারে পরিণত হয়। পরে আমরা জানতে পারি প্রায় ৩ শত মিটার তার চুরি হয়েছে। এখন থানা পুলিশের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মামলায় উল্লেখ করা হয়েছে, ৫ লাখ ১০ হাজার টাকার বিদ্যুৎ সংযোগ তার চুরি হয়েছে। তবে মামলায় এখনও কারো নাম উল্লেখ করা হয়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.