The Daily Adin Logo
সারাদেশ
নাটোর প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ২৪ আগস্ট ২০২৫

নাটোরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

নাটোরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২

নাটোর জেলার খেজুরতলা এলাকায় বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আক্তার মৃধা (৪৮) এবং মোজাম্মেল হক (৪০)।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, রাতে আক্তার মৃধা তার পুত্রবধূকে কর্মস্থল খেজুরতলা জুট মিল-এ নামিয়ে দিয়ে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। ভ্যানে তার সঙ্গে ছিলেন মোজাম্মেল নামের আরেক যাত্রী। পথে বগুড়া থেকে নাটোরগামী ‘জান্নাত পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে দুজনেই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উজ্জ্বল কুমার সরকার জানান, ‘দুইজনকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তারা মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মহাবুবুর রহমান বলেন, ‘বাসটি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নাটোরের বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে ঘাতক বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.