The Daily Adin Logo
সারাদেশ
বাগেরহাট প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ২৪ আগস্ট ২০২৫

বাগেরহাটে হরতাল-অবরোধে অচল জনজীবন

বাগেরহাটে হরতাল-অবরোধে অচল জনজীবন

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে রোববার (২৪ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচিকে ঘিরে জেলার সর্বত্র উত্তেজনা বিরাজ করছে।

সকাল থেকে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, ফকিরহাট, রামপাল, মোংলা, কচুয়া, চিতলমারী, শরণখোলা, মোল্লাহাট উপজেলা ও বাগেরহাট পৌরসভাসহ সব এলাকায় সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি, অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে।

জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম এবং সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাদের নেতৃত্বে সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ শুরু হয়। ফলে শহরের অভ্যন্তরে এবং জেলা সদর থেকে অন্যান্য উপজেলার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

হরতাল-অবরোধ চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বাজার ও দোকানপাট বন্ধ থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.