The Daily Adin Logo
সারাদেশ
কক্সবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

‘অক্টোবরের মধ্যেই কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতে পারে’

‘অক্টোবরের মধ্যেই কক্সবাজারে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হতে পারে’

আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরে আন্তর্জাতিক বিমান ওঠা–নামা শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরের পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘বিমান বন্দরের সম্প্রসারণ কাজ প্রায় ৮০% সম্পন্ন। আমাদের মূল লক্ষ্য হলো এই কাজ শেষ করা। সিভিল এভিয়েশনের অনেক প্রকল্প নিয়ে মামলা চলছে, যা দুদক তদন্ত করছে। দুদকের কাজ তারা করছে; আমাদের কাজ হলো প্রকল্পগুলো সম্পন্ন করা, যাতে সম্পদগুলো ব্যবহারযোগ্য হয়।’

পরিদর্শনকালে উপদেষ্টা বিমানবন্দরের রানওয়ে, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন, পর্যটন মন্ত্রণালয়ের মালিকানাধীন স্থাবর সম্পত্তি এবং পর্যটন মোটেলসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ২ দিনের সরকারি সফরে ২৭ আগস্ট রাতে কক্সবাজারে আগমন করেন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

রাতেই তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.