The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

চাঁদপুরে শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি কামরুল হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে। সে বৈচাতলী গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে এবং ইতোমধ্যে ১৫টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফরিদগঞ্জ থানা পুলিশ উপ-পরিদর্শক মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে কামরুলকে বৈচাতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি জানান, কামরুলের বিরুদ্ধে ১৫টি মামলা চলমান এবং দুটি জিআর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে—একটিতে দুই বছরের এবং অন্যটিতে এক বছর চার মাসের সাজা। এ ছাড়া তিনটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর রয়েছে।

ওসি আরও জানান, সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.