The Daily Adin Logo
সারাদেশ
লক্ষ্মীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

আমরা ব্যর্থ হলে বাংলাদেশের মানচিত্র থাকবে না: বিএনপি নেতা

আমরা ব্যর্থ হলে বাংলাদেশের মানচিত্র থাকবে না: বিএনপি নেতা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, ‘দেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে চক্রান্ত-ষড়যন্ত্র চলছে। বিএনপিকে যদি ক্ষমতায় আনতে ব্যর্থ হই, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কোথায় যাবে তা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘১৯৭১ সালে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছি। হাজার হাজার নেতাকর্মীর গুম ও খুনের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনে হাসিনার পতন ঘটেছে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যদি আমরা জনগণের কাছে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে না পারি, যদি ব্যর্থ হই—তাহলে বাংলাদেশের মানচিত্র থাকবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভোগান্তির শিকার হতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খায়ের ভূঁইয়া আরও বলেন, ‘আবেগ দিয়ে কিছু হবে না, কাজ হলো বাস্তবতা। বাস্তবতার ভিত্তিতেই নেতা নির্বাচন করতে হবে। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিকে সবার সতর্ক থাকতে হবে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন। সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান ও জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল হাশেম প্রমুখ।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.