The Daily Adin Logo
সারাদেশ
শরীয়তপুর প্রতিনিধি

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদের সামনে বিএনপি নেতা খবির সরদারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠে সালমার সরদার ও তার অনুসারীদের বিরুদ্ধে। নিহত খবির সরদার জাজিরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় নিহতের পরিবার আলমাছ সরদারসহ ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা করেন।

নিহতের ভাই দানেশ সরদার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উমর উদ্দিন মাদবরকান্দি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা কৌতুহল বসত মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পান। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত আলমাছ সরদারের স্বজনরা তার মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মাত্র একদিনের ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.