The Daily Adin Logo
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধি

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন যুবদলের দুই নেতা

সাতক্ষীরায় জামায়াতে যোগ দিলেন যুবদলের দুই নেতা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় যুবদলের দুই নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কৃষ্ণনগর ইউনিয়নের মধ্য রহমতপুর সানা বাড়ি জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

যোগদানকারীরা হলেন, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ মানপুর গ্রামের আনছার আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. হজরত আলী।

অনুষ্ঠানে কৃষ্ণনগর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মুহা. ইব্রাহীম বাহারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমাদের প্রত্যেককে সেই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের অন্যায়-অপরাধ, খুন-ধর্ষণ থেকে মুক্তির একমাত্র পথ কুরআনের শাসন প্রতিষ্ঠা।’

এ সময় উপস্থিত ছিলেন: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সহসভাপতি অধ্যাপক আব্দুল জলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আবুল হায়াত, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক জামাল ফারুক, ইউপি সদস্য জামাল ফারুক মন্টু, মো. ফারুক হোসেন, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম, ইউপি সদস্য মো. রুহুল কুদ্দুস, মসজিদের ইমাম জামায়াত নেতা মুজিবর রহমানসহ স্থানীয় নেতারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.