The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বাবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে বাবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদি দোকানি বাবুল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ইসরাইল মোড় ঘেরাও করে মানববন্ধর করেন এলাকাবাসী।

বক্তারা বলেন, ‘একজন নিরিহ মুদি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদী, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলি, শিবগঞ্জ পৌর মসজিদের ঈমাম শামীম রেজা, বাবুল হোসেনের ছোট ভাই নজরুল ইসলামসহ অন্যরা।

এর আগে ২১ আগস্ট পৌর এলাকার বড় চক এলাকার গুমানের ছেলে আসাদুলের সাথে দোকানের ১০০ টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয় বাবুল হোসেনের। পরে ১৫-২০ জন সন্ত্রাসী ডেকে নিয়ে মুদি দোকানি আবুল হোসের ওপর হামলা করে আসাদুল ইসলাম। এতে গুরুতর আহত হন আবুল হোসেন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ২৬ আগস্ট রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.