The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫

ফুলপুরে বিপুল সয়াবিন ও মৎস্য খাদ্য উদ্ধার

ফুলপুরে বিপুল সয়াবিন ও মৎস্য খাদ্য উদ্ধার

ময়মনসিংহের ফুলপুরে বিপুল পরিমাণ সয়াবিন তেল এবং ৩২০ বস্তা নারিশ মৎস্য খাদ্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করেছে বগুড়ার শেরপুর ও ফুলপুর থানা পুলিশ।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, বগুড়া থেকে হারানো মৎস্য খাদ্য ফুলপুরে রয়েছে এমন গোপন সংবাদে শুক্রবার সকালে বগুড়া থেকে একটি টিম এসে ফুলপুর থানার সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করে। এ সময় ১২শ বস্তা মৎস্য খাদ্যের মধ্যে ৩২০ বস্তা উদ্ধার করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মৎস্য খাদ্য মালিকপক্ষে বুঝিয়ে দেওয়া হয়েছে, তবে সয়াবিন তেলের মালিকের খোঁজ চলছে।

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি জানান, ‘হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের ইসরাফিলের শ্বশুরবাড়ি বড়শুনই গ্রামে। তিনি তার শ্বশুরবাড়িতে এবং এলাকার একটি ভাড়া দোকানে এসব সামগ্রী রেখেছিলেন। এ ঘটনায় ইসরাফিল ও তার দুই ভাইয়ের নামে মামলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক কাগজপত্র দেখালে সয়াবিন তেল মালিকের কাছে হস্তান্তর করা হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.