The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভে ছাত্রদলের হামলা, আহত ৫

ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা উপজেলার শহরের সেতুর সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকায় নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে শৈলকুপা পাইলট স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিলটি শৈলকুপা সেতুর ওপর পৌঁছালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠু, সদস্য সচিব আল-আমিন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী হামলা চালায়।

হামলায় গণঅধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাব্বি হাসান, উপজেলা শাখার সভাপতি মেহেদি হাসানসহ পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে রাব্বি হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বাকিরা স্থানীয় ও জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ‘বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় শাহজাহান নামে ছাত্রদলের একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.