The Daily Adin Logo
সারাদেশ
মাদারীপুর প্রতিনিধি

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

মাদারীপুরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

মাদারীপুরে ৪ বাসের সংঘর্ষ, আহত ২৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় ৪টি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। ফলে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের ডিভাইডারে উপরে উঠে যায়। এতে আহত হয় ৫ জন। পরে গোল্ডেন লাইন পরিবহনকে পেছনে আরও ৩টি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে আরও ২০ জন আহত হয় ।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট সবুজ মিঞা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে করা হয়েছে। এ সংঘর্ষের পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ সদস্যরা কাজ করছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.