The Daily Adin Logo
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

স্বর্ণ-নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, দাবি স্বামীর

স্বর্ণ-নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, দাবি স্বামীর

ভাগ্যের চাকা ঘুরাতে ২০২১ সালে ওমানে যান নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চিরিঙ্গা গ্রামের ২৫ বছর বয়সী যুবক তোফাজ্জল হোসেন রাকিব। প্রবাস জীবনে থেকে পরিবারকে দেখভাল করলেও সম্প্রতি তার স্ত্রী রেহানা আক্তার (২৩) স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ তুলেছেন রাকিব ও তার পরিবার।

রাকিবের পরিবারের দাবি, টিকটকে পরিচয়ের সূত্র ধরে এক পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন রেহানা। যাওয়ার সময় নগদ প্রায় ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান তিনি। এর আগে সংসার চলাকালীন সময়ে স্ত্রী প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা অপচয় করেছেন বলেও অভিযোগ করেন রাকিব।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রেহানার পরিবার।

শাশুড়ির বলেন, বিয়ের পর থেকে প্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নানা কারণে রেহানাকে নির্যাতন করতেন। পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাদের দাবি, রেহানা বর্তমানে চট্টগ্রামে ভাইয়ের বাসায় রয়েছেন।

ভিডিও কলে কথা বলে রেহানা সাংবাদিকদের জানান, স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি ভাইয়ের বাসায় চলে গেছেন।

এছাড়া রাকিব তাকে একাধিকবার ফোনে তালাক দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তাই আর কখনো স্বামীর বাড়িতে ফিরতে চান না।

রাকিবের পরিবার বলছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে রেহানা যেন আবার সংসারে ফিরে আসেন, এটাই তাদের প্রত্যাশা। অন্যদিকে রেহানার পরিবার দৃঢ়ভাবে বলছে, মেয়েকে আর শ্বশুরবাড়িতে পাঠানো হবে না।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, সকল সমস্যার সমাধান করে যেনো দুই পরিবার, মাসুম বাচ্চাদের দিকে তাকিয়ে রেহানা যেনো বাড়িতে ফিরে আসেন। আর কোন প্রবাসী যেনো এমন হয়রানির শিকার না হন এমনটাই আশা সবার।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.