The Daily Adin Logo
সারাদেশ
সিলেট ব্যুরো

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুর রহমান (৩০)। তিনি কানাইঘাট বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

নুরুল ইসলাম আরও জানান, আব্দুর রহমানসহ ছয়জন স্থানীয় যুবক ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকে মহিষ কিনে ফেরার পথে প্রায় ৩০০ গজ ভারতের ভেতরে প্রবেশ করলে হঠাৎ করে ভারতীয় বাহিনী গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান মারা যান। অন্যরা আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন।

ঘটনার পরপরই বিজিবির ডোনা ক্যাম্প থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবি জানিয়েছে, দাপ্তরিক প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে আব্দুর রহমানের মরদেহ ফেরত দেওয়া হবে।

মরদেহ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি বর্তমানে বিজিবির সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান করছেন।

কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, ‘মরদেহ গ্রহণের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা পৌঁছালে লাশ হস্তান্তরের কাজ শেষ হবে।’

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত | The Daily Adin