The Daily Adin Logo
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি

শনিবার, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: শনিবার, ৩০ আগস্ট ২০২৫

নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ডে সংগঠনের জেলা কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়।

বিক্ষোভ পূর্বে বাসস্ট্যান্ড চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে ও সড়কের দুপাশ বন্ধ করে দেন নেতাকর্মীরা। ওই স্থানে তারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এরপর নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুল আমিন চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জেলা কমিটির আহ্বায়ক কাজী রাসেল। যুগ্ম আহবায়ক সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব মাহমুদুল হাসান, খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি তোফায়েল আহমেদ, এনসিপি সদর কমিটির মূখ্য সমন্বয়ক তামীক খান, নিরাপদ সড়ক আন্দোলন জেলা কমিটির সভাপতি সৈয়দ সাকিবুল ইসলাম, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারি এইচএম শরীফ, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি জিএম মানিক প্রমুখ।

বক্তারা জাতীয় পার্টির এ হামলাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.