The Daily Adin Logo
সারাদেশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ৩১ আগস্ট ২০২৫

মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোংলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

মোংলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংশোধিত ২০২৩ সালের ১১ এর (গ) ধারায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ওমর ফিরোজকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩১ আগস্ট) সকালে মাধবি আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর ফিরোজ বুড়িরডাঙ্গা ইউনিয়নের আব্দুল রাজ্জাকের ছেলে। সে মোংলা বন্দর কর্তৃপক্ষের নৌযানের ইনল্যান্ড মাস্টার পদে কর্মরত।

মোংলা থানার ওসি আনিসুর রহমান জানান, আসামি ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন নারী ও শিশু নির্যাতন আইনে গত ১৩ এপ্রিল খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হলে আসামি ওমর ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ওমর ফিরোজের স্ত্রী রায়হানা শারমিন বলেন, ২০১২ সালে বিয়ে হওয়ার কিছুদিন পর থেকে যৌতুকের দাবিতে তাকে নির্যাতন করে আসত। একপর্যায়ে তার বাবা সিদ্দিকুর রহমান টাকা খরচ করে স্বামী ওমর ফিরোজকে বন্দর কর্তৃপক্ষে চাকরি নিয়ে দেন।

এরপরও তাকে নির্যাতন করতে থাকে। নির্যাতন সহ্য করতে না পেরে ১৩ এপ্রিল তার বিরুদ্ধে খুলনার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.