The Daily Adin Logo
সারাদেশ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

রবিবার, ৩১ আগস্ট ২০২৫

আপডেট: রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

পাবনার ঈশ্বরদীতে শারমিন আক্তার লিমা (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) গভীর রাত ৪টার দিকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ও স্বামীকে আটক করেছে। 

‎নিহত লিমা ওই গ্রামের আশিকুর রহমান শাওনের স্ত্রী এবং জয়নগর গ্রামের মৃত আদম আলী মণ্ডলের মেয়ে। ছয় বছর আগে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

‎লিমার ভাই রাজন আলী অভিযোগ করে বলেন, আমার বোনকে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। পরে আমাকে ফোন দিয়ে আত্মহত্যার কথা বলা হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখি, স্বামী শাওন লাশ খাটের ওপর নিয়ে বসে আছে।

স্থানীয়রা জানান, শাওনের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক থাকায় দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ নিয়ে পূর্বেও একাধিকবার শালিস হয়েছে। পরকিয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের স্বামী শাওনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.