The Daily Adin Logo
সারাদেশ
নীলফামারী প্রতিনিধি

সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

টুপিওয়ালা আর বাচ্চাদের দল নিরপেক্ষ নির্বাচন চায় না: তুহিন

টুপিওয়ালা আর বাচ্চাদের দল নিরপেক্ষ নির্বাচন চায় না: তুহিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, ‘টুপিওয়ালা আর বাচ্চাদের দল দেশে একটি নিরপেক্ষ নির্বাচন হোক চায় না। কিন্তু গণতন্ত্রে ফিরতে হলে একমাত্র পথ একটি স্বাধীন, স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন।’

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা বিএনপির আয়োজনে শহরের পিটিআই মোড়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহরিন ইসলাম আরও বলেন, ‘দেশের ৯০ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। অথচ একটি দল এই পদ্ধতি নিয়ে উঠে-পড়ে লেগেছে। তাদের সঙ্গে যুক্ত হয়েছে বাচ্চাদের দল এনসিপিও। দেশের সংবিধানেও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই। ভোটে জয়ী হতে পারবে না জেনেই তারা নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে, যাতে সরকার আরও কিছুদিন ক্ষমতায় থেকে ভোগ করতে পারে।’

নীলফামারীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি- রূপালী বাংলাদেশ

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্যসচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।

সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পিটিআই মোড় থেকে শুরু হয়ে বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ঘোড়ার গাড়িতে চড়ে নেতৃত্ব দেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। এতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.