তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও সুন্দরবনের নদ-নদীতে মাছ ধরার অনুমতি পেয়েছেন জেলেরা। আর মৌসুমের প্রথম দিনেই মিলল বড় সাফল্য- শরণখোলার জেলে মো. নিলু হাওলাদারের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন বিভাগের নিষেধাজ্ঞার কারণে গত তিন মাস সুন্দরবনের জলাশয়ে সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১ সেপ্টেম্বর সকালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিলুর জালে উঠে আসে মাছটি। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে মাছটি এক নজর দেখতে।
জানা গেছে, মাছটির বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. সেলিম খান মাছটি কিনে নেন।
জেলে নিলু হাওলাদার বলেন, ‘দীর্ঘ তিন মাস পর আবারও সুন্দরবনে মাছ ধরতে পেরে খুব ভালো লাগছে। মৌসুমের প্রথম দিনেই এত বড় কোরাল পেয়েছি- এটা আমাদের জন্য দারুণ সুখবর। আশা করছি সামনে আরও ভালো মাছ পাওয়া যাবে।’
স্থানীয় জেলেরা জানান, বছরের এ সময়ে সাধারণত বড় মাছ ধরার সম্ভাবনা বেশি থাকে। মৌসুমের শুরুতেই এত বড় কোরাল ধরা পড়ায় তারা এবারের মৌসুম নিয়ে বেশ আশাবাদী।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন







