The Daily Adin Logo
সারাদেশ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে স্ত্রীর পরকীয়া, অপমানে স্বামীর আত্মহত্যা

রূপগঞ্জে স্ত্রীর পরকীয়া, অপমানে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর পরকীয়ার অভিযোগ তুলে জিজ্ঞাসাবাদের সময় ভাইদের দিয়ে স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। পরে অভিমানে স্বামী কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

রোববার (৩১ আগস্ট) রাতে রূপগঞ্জ উপজেলার ১৩ নম্বর সেক্টরের বুরুলিয়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন।

স্থানীয় সূত্র ও রূপগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে আলমগীর হোসেনের সঙ্গে শাকিলা নামের এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাকিলা বিভিন্ন অজুহাতে তার ভাইদের দিয়ে স্বামী আলমগীরকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের কিছুদিন পর শাকিলা স্থানীয় এক যুবক দিপুর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হলে দাম্পত্য কলহ চরমে ওঠে।

রোববার সকালে আলমগীর তার স্ত্রীকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করলে, শাকিলা তার ভাই শাকিল ও শাকিবকে ডেকে আনেন। এরপর তারা আলমগীরকে মারধর করেন এবং তার মোটরসাইকেলের কাগজপত্র আগুনে পুড়িয়ে ফেলেন।

ঘটনার পর অভিমানে আলমগীর বিকেলে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ নিজ এলাকা বুরুলিয়ায় দাফন করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি তারিকুল ইসলাম বলেন,  ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করেন।’ 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.