The Daily Adin Logo
সারাদেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ

ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় রেলপথ অবরোধ

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টায় স্থানীয় জনসাধারণ ঈশ্বরদী-ঢাকা রেলপথ অবরোধ করেন। এ সময় তারা উল্লিখিত ট্রেনগুলোর যাত্রাবিরতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবরোধের লক্ষ্য ছিল- চিলাহাটি এক্সপ্রেস (চিলাহাটি-ঢাকা), রংপুর এক্সপ্রেস (রংপুর-ঢাকা) এবং ধূমকেতু এক্সপ্রেস (রাজশাহী-ঢাকা) ট্রেনগুলো যাতে উল্লাপাড়া স্টেশনে যাত্রাবিরতি দেয়। বর্তমানে এসব ট্রেনের কোনোটি উল্লাপাড়ায় থামে না।

অবরোধ চলাকালে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত, ‘উল্লাপাড়া মডেল থানার ওসি মো. রাকিবুল হাসান এবং র‌্যাব-১২ (সিরাজগঞ্জ) এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন। ইউএনও রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাত্রাবিরতির বিষয়টি আলোচনা করার আশ্বাস দিলে প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে এই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।’

উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল বাতেন জানান, ‘অবরোধের সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে অপেক্ষমাণ ছিল। অবরোধ শেষ হলে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে অন্য কোনো ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, ‘অবরোধকারীদের দাবির বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আশ্বাস দিলে তারা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেন। পরে রেলপথে স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা উল্লিখিত আন্তঃনগর ট্রেনগুলোর উল্লাপাড়া স্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে আসছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.