The Daily Adin Logo
সারাদেশ
সাতক্ষীরা প্রতিনিধি

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত রাজস্ব আদায় করল ভোমরা স্থলবন্দর

লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত রাজস্ব আদায় করল ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ২০২৪-২৫ অর্থবছর শেষে লক্ষ্যমাত্রার তুলনায় অতিরিক্ত ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা রাজস্ব আদায় হয়েছে। সব ধরনের প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে এই সাফল্য অর্জিত হয়েছে।

সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে ভোমরা স্থলবন্দর থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৪৬ কোটি ২৩ লাখ টাকা। কিন্তু অর্থবছর শেষে এ বন্দর থেকে মোট আদায়কৃত রাজস্ব দাঁড়িয়েছে ৯৭৮ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩২ কোটি ৫৪ লাখ ৯৮ হাজার ৮৯৯ টাকা বেশি।

ভোমরা বন্দরের ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকলেও আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে পরিবেশ অনুকূল থাকায় ব্যবসায়ীরা এ বন্দরের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

বিশেষ করে, তুলনামূলক কম খরচে পণ্য পরিবহন, দ্রুত পণ্য ছাড় ও আর্থিক সাশ্রয়জনিত সুবিধা থাকায় দেশের বড় আমদানিকারক ও রপ্তানিকারকরা ভোমরা বন্দরের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছেন।

বাণিজ্যের স্বচ্ছ পরিবেশ, পথে পথে চাঁদাবাজি বা তল্লাশির ঝামেলা না থাকায় ব্যবসায়ীরা নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। এতে করে বন্দরের আর্থ-সামাজিক গুরুত্ব ও সুনাম দিন দিন বাড়ছে।

ভোমরা কাস্টম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কোন্নয়ন হলে এ বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে এবং রাজস্ব আয়ও বাড়বে। বর্তমানে রপ্তানির পাশাপাশি আমদানিও কিছুটা বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভোমরা বন্দরের অর্থনৈতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।’

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ভোমরা বন্দরে ১ হাজার ৪৮৯ কোটি ৩৩ লাখ টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে, বাণিজ্য ব্যবস্থার স্বচ্ছতা ও অনুকূল পরিবেশ বজায় থাকলে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.