The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর মুকাব্বিরের দায়িত্ব নিলেন কায়সার কামাল

রূপালী বাংলাদেশে সংবাদ প্রকাশের পর মুকাব্বিরের দায়িত্ব নিলেন কায়সার কামাল

নেত্রকোনার কলমাকান্দায় টিউমারের ভারে থমকে যাওয়া শিশু মুকাব্বির হোসেন রানার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসার জন্য শিশু মুকাব্বিরকে ঢাকায় নেওয়ার কথা জানিয়েছেন তার প্রতিনিধিদল। 

শিশুটি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ধীতপুর শুনই গ্রামের দিনমজুর আব্দুল হান্নান ও নাছিমা দম্পতির দ্বিতীয় সন্তান।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই মাথায় টিউমার নিয়ে বেড়ে ওঠে মুকাব্বির। টাকার অভাবে দীর্ঘদিন চিকিৎসা করাতে পারেননি তারা। নয় মাস বয়সে চিকিৎসকের কাছে নেওয়া হলেও সেখানেই থেমে যায় চিকিৎসা।

গত ২১ আগস্ট দৈনিক রূপালী বাংলাদেশ অনলাইনে ‘টিউমারের ভারে থমকে আছে শিশু মুকাব্বিরের জীবন’ শিরোনামে শিশু মুকাব্বিরকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া পরদিন ২২ আগস্ট প্রিন্টে আরেকটি সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি নজরে আসে ব্যারিস্টার কায়সার কামালের। পরে তার পাঠানো প্রতিনিধিদলের মাধ্যমে শিশুটির খোঁজখবর নেন এবং চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

শিশুটির বাবা আব্দুল হান্নান বলেন, ‘আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। সংবাদ প্রকাশের পরই আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা হয়েছে। ব্যারিস্টার কায়সার কামাল চিকিৎসার দায়িত্ব নিয়েছেন—এ জন্য আমার পরিবার সারা জীবন তার জন্য দোয়া করবে।’

তিনি আরও বলেন, ‘এতদিন শুনতাম তিনি অসহায় মানুষকে সাহায্য করেন, আজ বাস্তবে দেখলাম। সবাই ছেলের জন্য দোয়া করবেন।’

ব্যারিস্টার কায়সার কামালের প্রতিনিধিদলের সদস্য আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় মুকাব্বিরকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। ব্যারিস্টার কায়সার কামাল শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন। দ্রুতই চিকিৎসা শুরু হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.