The Daily Adin Logo
সারাদেশ
রাঙামাটি প্রতিনিধি

মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

৮ দাবিতে রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের পুনরায় স্মারকলিপি

৮ দাবিতে রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের পুনরায় স্মারকলিপি

রাঙামাটিতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ কর্তৃক উত্থাপিত ৮ দফা দাবিতে পুনরায় স্মারকলিপি প্রদান করেছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ একরাম উদ্দিনের বরাবর কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের সভাপতি ফয়সাল বিন ফারুক এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান জনির স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবির পাশাপাশি তারা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক দাবি তুলে ধরেন। ডিপ্লোমা কৃষিবিদদের উপসহকারী কৃষি কর্মকর্তা সমমানের পদগুলো সবার জন্য উন্মুক্ত করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ না দেওয়ার ষড়যন্ত্রেরও প্রতিবাদ করেন। একই সঙ্গে দ্রুত ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্র পরিষদের দায়িত্বশীল নুসরাত জাহান নিশি, ওয়াহিদ হোসেন, শরীফ আকবর রাকিব, জোবায়ের আহমেদসহ বিভিন্ন সেমিস্টারের প্রতিনিধিরা।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হলো:

  •  পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।
  •  উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে স্বীকৃতি প্রদান।
  •  শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ।
  •  কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীনে না রেখে কৃষি মন্ত্রণালয়ের আওতায় আনা।
  •  সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদদের অগ্রাধিকার দেওয়া।
  •  মাঠ সংযুক্তি ভাতা চালু।
  •  বেসরকারি চাকরিতে ন্যূনতম সরকারি গ্রেডের বেতন স্কেল নিশ্চিত করা।
  •  চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.