The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

কসবায় ভুলে থামানো হলো বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস

কসবায় ভুলে থামানো হলো বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেসকে ভুলবশত থামিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর ৮০১নং চট্টলা এক্সপ্রেস সকাল ৯টা ২৫ মিনিটে কসবা স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার কথা। এর ১০ মিনিট পর সকাল ৯টা ৩৫ মিনিটে বিরতিহীন ৮০১ সুবর্ণ এক্সপ্রেস কসবা অতিক্রম করার কথা। কিন্তু চট্টলা এক্সপ্রেস বিলম্বে চলায় কসবা স্টেশনের আগে সেটিকে পেছনে ফেলে আসে সুবর্ণ এক্সপ্রেস।

এ সময় কসবা স্টেশন মাস্টার চট্টলা এক্সপ্রেস ভেবে সুবর্ণ এক্সপ্রেসকে লাল সংকেত দেন এবং ১ নম্বর লাইনে প্রবেশ করান। ট্রেনটি স্টেশনে ঢোকার পর এর অবয়ব দেখে তিনি বুঝতে পারেন এটি বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস। সঙ্গে সঙ্গে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, ট্রেনটিতে যেন কেউ না ওঠেন। তবে কয়েকজন যাত্রী তড়িঘড়ি করে ট্রেনে উঠলেও পরে কেউ কেউ নেমে যান।

কসবা স্টেশন মাস্টার বিল্লাল হোসেন বলেন, পূর্ববর্তী মন্দবাগ স্টেশন থেকে জানানো হয়েছিল চট্টলা এক্সপ্রেস আগে আসছে। সেই তথ্যের ভিত্তিতে সংকেত দেওয়া হয়েছিল। পরে সুবর্ণ এক্সপ্রেস আগে আসার বিষয়টি জানানো হয়নি। ফলে দুই-এক সেকেন্ডের জন্য ট্রেন থেমে যায়। পরে সঙ্গে সঙ্গেই লাইন ক্লিয়ার করে দেওয়া হয়। এই ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের মাঝে সাময়িক বিভ্রান্তি সৃষ্টি হয়।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.