The Daily Adin Logo
সারাদেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

স্কুলে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় শিক্ষক নিহত

স্কুলে যাওয়ার পথে সিএনজির ধাক্কায় শিক্ষক নিহত

সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষক নিহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের বাসিন্দা ও মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বেলাল হোসেন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমরা দেখলাম, শিক্ষক বেলাল সাহেব রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ সিরাজগঞ্জ শহরমুখী একটি সিএনজি খুব দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কাটি এত জোরে ছিল যে তিনি সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন। অটোরিকশাটি না থেমে দ্রুত পালিয়ে যায়।

আরেক প্রত্যক্ষদর্শী কলেজছাত্র ফিরোজ হাসান জানান, দুর্ঘটনার পর বাজারের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচল করে। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

নিহতের স্বজনেরা জানান, বেলাল হোসেন প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারালেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.