The Daily Adin Logo
সারাদেশ
রূপালী ডেস্ক

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উপজেলা ও পৌর বিএনপির দু’পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস। 

আদেশে পৌরসভা ও আশপাশের এলাকায় ‘সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ জনের বেশি মানুষের একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল’ নিষিদ্ধ করা হয়।

বিএনপি নেতা ও হরিপুর ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম, বামনডাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান নজমুল হুদা, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ইফখার হোসেন পপেল ও এম এ মালেক বলেন, ‘আমরা আইনকে শ্রদ্ধা করি। তাই ১৪৪ ধারার বিধিনিষেধ মেনে চলছি। তবে বিকালে জারিকৃত ১৪৪ ধারার আওতার বাইরে সমাবেশের প্রস্তুতি নিয়েছি।’

অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি। ছবি- রূপালী বাংলাদেশ

থানা ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘১৪৪ ধারা জারি রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।’

তবে বিকালে পৌরসভার সীমানার বাইরে ধুমাইটারী এমইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজহারুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন নজমুল হুদা, ইফতেখার হোসেন পপেল, আহসান আজিজ সরদার সিন্টু, এম এ মালেক, নাহমুদুল ইসলাম রাসেল, ফারুকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.