The Daily Adin Logo
সারাদেশ
পিরোজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

পিরোজপুরে ভেঙে দেওয়া হলো বিএনপি ও ছাত্রদলের কমিটি

পিরোজপুরে ভেঙে দেওয়া হলো বিএনপি ও ছাত্রদলের কমিটি

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং জেলা ছাত্রদলের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একইদিন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের পিরোজপুর জেলা কমিটির সব কার্যক্রম স্থগিত করা হলো।

এতে আরও জানানো হয়, বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনাক্রমে এই আদেশ প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এ বিষয়ে জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। গতকালকে সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে হট্টগোলের কারণেও এটা হতে পারে, আমি সঠিক জানি না।

বিষয়টি জানতে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারকে তার মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি।

কমিটি বিলুপ্ত হওয়ায় বুধবার সন্ধ্যার পরে জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে জেলা শহরে শোডাউন করেছে বিএনপি নেতাকর্মীরা ও সরদ উপজেলার শংকরপাসা ইউনিয়নের মল্লিকবাড়ী সড়কে ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতৃত্বে একটি মিছিল হয়েছে এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরে পিরোজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী নাসির মল্লিকের নেতৃত্বে আরও একটি মিছিল হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এটি ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। 

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
প্রকাশক : মো. সাইদুল ইসলাম সাজু

সম্পাদক কর্তৃক বিসমিল্লাহ্ প্রিন্টিং প্রেস, ২১৯ ফকিরাপুল ১ম গলি, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও হাউজ নং ৯, রোড ১৭, ব্লক ডি, বনানী, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

টেলিফোন : ০৯৬৩৯১০১৯২৩

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookxyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.